জন্মদিনের আগেই মন্নতে ফিরেছেন আরিয়ান খান। ফলে ৫৬-র জন্মদিনে ছেলের বাড়িতে ফেরা সবচেয়ে বড় উপহার শাহরুখের কাছে। তবে জীবনের অন্যতম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন দিন গুজরান শাহরুখের, সেই সময় এবারের জন্মদিনে তেমন কোনও আয়োজন মন্নতে চোখে পড়ছে না।